সল্ট গোলাক্রসিং এলাকায় গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ২৮মে

 বন্দর থানা সল্ট গোলাক্রসিং এলাকায় গলায় ফাঁস দিয়ে ১৪ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে।

২৮ মে শুক্রবার ভোর রাত ৩টার দিকে বন্দর থানাধীন(সল্ট গোলা ক্রসিং) ৩৮ নম্বর ওয়ার্ডের আজিমের কলোনির এক ভাড়াবাসাতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোছাম্মৎ সুমি আক্তার, পিতা-মোঃ আলী,মাতা কুলসুম বেগম , সল্ট গোলা ক্রসিং আজিমের কলোনী, গ্রামের বাড়ীর টিকানা পাওয়া যাই নি । বিষয়টি জানান, ভাড়া ঘরের  এক প্রতিবেশী।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ভোর রাত সাড়ে ৩টার দিকে বন্দর থানা এলাকা থেকে গলায় ফাঁস দেয়া এক কিশোরীকে হাসপাতালে আনে স্বজনরা।

পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।