বিশেষ প্রতিনিধিঃ২৮মে
নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ জাহাঙ্গীর আলম ওরফে ডাকাত জাহাঙ্গীর (৪০) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৫টার দিকে বায়েজিদ থানার ফকিরাবাদ এলাকায় অভিয়ান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। জাহাঙ্গীর আলম কক্সবাজার পেকুয়া থানার বাসিন্দা মো. জাফর আলমের ছেলে।
র্যাব জানায়, নির্যাতন, চুরি, ডাকাতি, অবৈধভাবে বন দখল, অস্ত্র ও হত্যাসহ আটটি মামলার আসামি জাহাঙ্গীর আলম।
এছাড়া গত ২৪ এপ্রিল কক্সবাজারের পেকুয়ায় নেজাম উদ্দিন নামে এক ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামী তিনি।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, নগরের বায়েজিদ এলাকায় ইয়াবা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছেন, গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
পরে সেখান থেকে একাধিক মামলার আসামি জাহাঙ্গীরকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post