পটিয়া প্রতিনিধিঃ২৮মে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলাস্হ ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয় সংলগ্ন অংশে দ্রুত ও বেপরোয়া গতিতে দূরপাল্লার মার্শা যাত্রীবাহী একটি লোকাল সিএনজিকে ধাক্কা দিলে গত ২৬ মে বুধবার দুপুরে মোহাম্মদ আয়ুব উদ্দিন মানিক (৩২)পটিয়া স্বাস্থ্য কেন্দ্রে নেবার পথে নিহত হন।
ঘটনায় সিএনজির একাধিক যাত্রী মারাত্মকভাবে আহত হয় এবং আহতদের চিকিৎসার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
নিহতের বাড়ী পটিয়ার লড়িহরা ইউপি’র মরহুম এয়াকুব নবীর ছেলে বলে জানা গেছে। এব্যাপারে পটিয়া থানার দায়িত্বরত পুলিশ অফিসার বলেন,ঐদিন মোবাইলে খবর পেয়ে দূর্ঘটনার আহতদের নিকটস্ত হাসপাতালে নিয়ে যাই এবং নিহত এক যুবকের লাশ ময়না তদন্তের মর্গে পাঠাই। ঘটনায় একটি অপমৃত্যুর ডাইরী করা হয়।
নিহত মানিকের আত্নীয়তা-সূত্রে গেলো রমজান ২০২১-এর এক সপ্তাহ পূর্বে তাদের বিয়ে হয়, বলা যায়- এখনো মেহেদীর রং শুকায়নি। মানিক সৌদি আরব প্রবাসী এবং সেখানে ছোটখাটো ব্যবসা করতেন। তারও কয়েক সপ্তাহ পূর্বে ছুটি নিয়ে দেশে আসেন।
সরেজমিন গিয়ে দেখা যায় -তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও আত্নীয় স্বজন কান্নায় আকাশ বাতাস ভারী করে তুলছেন। গ্রামবাসীও শোকাহত।