দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম উপজেলা কর্ণফুলীর ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি। বৃহস্পতিবার ২৭ মে দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।এইসময় উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিনুর রহমান, স্থানীয় সরকারের উপ- পরিচালক বদিউল আলম।
এতে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি আলমগীর হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদস্য ইদ্রিস বাবুল,নুর মোহাম্মদ, শফিউল আলম, মুহাম্মদ ইদ্রিস, নুরুল আবছার, জসিম উদ্দিন, মোঃ ওসমান, আহমদ নবী,মোঃআবু তাহের মহিলা ইউপি সদস্য রোহেনা আক্তার আঁখি, রানু আক্তার, খালেদা বেগম,সচিব আবদুল কাইয়ুম, উদ্যোক্তা আরিফ সালেহ তুহিন সহ প্রমুখ।
পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ ইউনিয়নের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এসময় শিকলবাহা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সদস্যবৃন্দ।
Discussion about this post