কর্ণফুলী আঃ লীগের  সম্পাদক রনি’র স্ত্রী সড়ক দুর্ঘটনা আহত

 

 দক্ষিণ  জেলা প্রতিনিধি:৩০মে

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় যাওয়ার পথে সীতাকুন্ডের কুমিরায় ট্রাকের ধাক্কায় তার প্রাইভেট কার দুমড়ে-মুছড়ে গেছে। এসময় তার স্ত্রী জেসমিন হায়দার মারাত্মক ভাবে আহত হন। 

গতকাল ২৯ মে  শনিবার  সকাল ৭টায় সীতাকু-ের কুমিরায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হায়দার আলী রনি তার স্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তাদেরকে বহনকারী প্রাইভেট কারটি সকাল ৭টার দিকে সীতাকু-ন্ড র কুমিরা গুপ্তছড়া ঘাটে পৌঁছেলে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক প্রাইভেট কারটিকে জোরে ধাক্কা দেয়। এসময় প্রাইভেট কারটি রাস্তা থেকে নিচে ছিটকে পড়ে।

এতে মারাত্মক ভাবে আহত হন তার স্ত্রী জেসমিন হায়দার। তাকে প্রথমে ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে পারর্ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান আরিফ।