আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরুঃ জয়ী সদর ফুটবল একাদশ

ক্রীড়া প্রতিবেদকঃ৩০মে

চট্টগ্রাম উপজেলা   আনোয়ারায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার  ২৯ মে বিকাল ৩টায় উপজেলার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে  উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আনোয়ারা সদর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম  বারখাইন ইউনিয়ন ফুটবল একাদশ এর খেলার মধ্যেদিয়ে টুর্নামেন্টর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) তানভীর হাসান চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান  অসীম কুমার দেব, ইউনিয়ন  আওয়ামীলীগের সভাপতি বাবু উৎপল সেন সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও ক্রিড়াবিদরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয় প্রথম খেলায়  প্রতিদ্বন্দিতা করেন আনোয়ারা সদর  একাদশ বনাম বারখাইন ইউনিয়ন একাদশ৷ খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোল শূন্য ড্র হওয়ায় ট্রায়ব্রেকারে ৪-৩ গোলে জয় পায়  আনোয়ারা সদর ফুটবল একাদশ ।

দিনের দ্বিতীয় খেলায় প্রতিদ্ধন্দিতা করেন রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম পরৈকোড়া ইউনিয়ন ফুটবল একাদশ।

খেলার প্রথমার্ধ  গোল শূন্য হলেও দ্বিতীয়ার্ধে ৩ মিনিটে টিবলু সরদারের গোলে এগিয়ে যায়  পরৈকোড়া ইউনিয়ন ফুটবল একাদশ।  হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর ও রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশ গোল শোধ করতে না পারলে  ০-১ গোলে জয় পায় পরৈকোড়া ইউনিয়ন ফুটবল একাদশ।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন নাছির উদ্দিন,  মোহাম্মদ ইব্রাহিম এবং ধীমান বড়ুয়া। ধারাভাষ্য ছিলেন  সাইফুল ইসলাম সাইফু,চাঁন হরি মন্ডল এবং হোসেন ফারুক।

আজ  ৩০ মে একই মাঠে সকাল থেকে প্রথম রাউন্ডের ২য় দিনের ৪টি খেলা অনুষ্ঠিত হবে  যাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন চাতরী ইউনিয়ন  বনাম  বরুমচড়া ইউনিয়ন , আনোয়ারা সদর বনাম বারশত ইউনিয়ন, হাইলধর ইউনিয়ন বনাম বৈরাগ , পরৈকোড়া ইউনিয়ন বনাম জুঁইদন্ডি ।