ফেনীর মধ্য রামপুরে র‌্যাবের অভিযানে ভেজাল ও নিন্মমানের খাদ্যদ্রব্য উদ্ধারসহ  ৫ জন কে আটক

নিজস্ব প্রতিবেদকঃ৩১মে

র‌্যাব৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে   ফেনী মডেল থানাধীন মধ্য রামপুরার মোঃ ইকবালের কারখানায় ভেজাল পণ্য উৎপাদন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ৩০ মে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ৫ অবৈধ ব্যবসায়ী কে আটক করে।

আটককৃত আসামিরা হলেন ১। মোঃ শাহাবুদ্দিন (৩৫), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, সাং- আগ্রাবাদ দাইয়া পাড়া, ডাবলমুড়িং,চট্টগ্রাম, ২। মোঃ শাহআলম (৩২), পিতা- মোঃ আবুল হাসেম, সাং- উত্তর চর রমনী, লক্ষীপুর, ৩। মোঃ নূরে আলম (২০), পিতা- মুর্শিদ আলম, সাং- গুচ্ছগ্রাম,   বসুরহাট  নোয়াখালী  ৪। মোঃ এমদাদুল (২০), পিতা- মৃত খালেক গাজী, সাং- গোয়ালীর মেট,  মংলা- বাগেরহাট   ৫। মোঃ বাদশা (১৮) পিতা- মোঃ ইব্রাহীম সাং- মাৎসাধনা, বসুরহাট, নোয়াখালী ।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত কারখানা তল্লাশী করে আসামিদের দেখানো ও সনাক্তমতে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরিকৃত ভেজাল, নিন্মমানের এবং খাবার অনুপযোগী বিভিন্ন ধরণের চিপস, কোমল পানীয়, জুস, আইসবার, মসলা এবং রাসায়নিক ফ্লেভারস উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা দীর্ঘদিন যাবত ভেজাল পণ্য উৎপাদন করে পরবর্তীতে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে আসছে।

আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের মিডিয়া অফিসার সূত্রে জানা গেছে।