নিউজ ডেস্কঃ৩১মে
কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে নাশকতার দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
তার আইনজীবী হাসিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর কোতয়ালী ও শাহবাগ থানায় দায়ের করা মামলায় তিনি জামিন পাওয়ায় তার মুক্তিতে কোনো বাধা নেই।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আসলাম চৌধুরী ২০১৬ সালের ১৫ মে খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার হন।