জেলা প্রদিনিধিঃ০১জুন
কক্সবাজার শহরে ‘আধিপত্য বিস্তারের’ জেরে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন, যাদের একজনকে স্থানীয় রায়হান বাহিনীর প্রধান বলছে পুলিশ।
দক্ষিণ রুমালিয়ার ছড়ায় সোমবার সন্ধ্যায় এই সংঘর্ষ হয় বলে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস জানিয়েছেন।
নিহতরা হলেন শহরের বাঁচা মিয়া ঘোনার নুরুল আমিনের ছেলে রায়হানুল ইসলাম (২৭) এবং টেকপাড়া চৌমুহনীর মুজিবুল হকের ছেলে শাহেদুল হক (২৩)। রায়হানুল ইসলাম নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে নানা অপরাধ চালিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন শহরের বাস টার্মিনাল এলাকার নুর বশরের ছেলে মোহাম্মদ হাসান (১৮)। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি মুনীর-উল-গিয়াস বলেন, সন্ধ্যায় দক্ষিণ রুমালিয়ারছড়া সিকদার পাড়া বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় ‘সন্ত্রাসী’ রায়হানুল ইসলাম ওরফে রায়হান বাহিনী ও আশরাফ আলী ওরফে আশু বাহিনীর মধ্যে ‘এলাকায় আধিপত্য বিস্তারের জেরে’ সংঘর্ষের ঘটনা ঘটে।
Discussion about this post