প্রেস বিজ্ঞপ্তীঃ০১জুন
এসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব চিটাগাং কোর্ট হিলের উদ্যোগে নগরীর রৌফাবাদে প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের মাঝে ২৯মে বিকেলে হুইলচেয়ার ও মাস্ক বিতরণ করা হয়।এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশন অব এলায়েন্স চিটাগাং কোর্ট হিলের সভাপতি এড.মোঃ ফয়েজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসোসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল ১০২৪ এর প্রতিষ্ঠাতা ও চিটাগাং ডিস্ট্রিক গভর্ণর লায়ন এম জাফর উল্লাহ এমজেএফ। এতে বিশেষ অতিথি ছিলেন এলায়েন্স ক্লাব চিটাগাং মনসুরাবাদের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল আলম প্রিন্স,অধ্যক্ষ মোঃ আবুল কাশেম,বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আলী ,রাজনীতিবিদ মোঃ জসিম উদ্দীন চৌধুরী,সংগঠক আবদুল কাদের,জিয়া উদ্দীন চৌধুরী, মো; মনির প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন মানবতার কল্যাণে এলায়েন্স ইন্টারন্যাশনাল সময়োপযোগী ও বাস্তবসম্মত কাজ বাস্তবায়ন করবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সম্মিলিত প্রয়াসে সহযোগিতার কাজ করতে বদ্ধ পরিকর।তিনি আরও বলেন প্রতিবন্ধীরাও আমাদের স্বজন,তাদেরকে অবহেলা না করে কারিগরী তথা তাদের উপযোগী কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে সমাজ ব্যবস্থায় তাদেরকে পারদর্শী জনগোষ্ঠীতে রুপান্তরিত করতে হবে।
Discussion about this post