৫মাস পরে কোতোয়ালী পুলিশের সহায়তায় শিশু পুত্র উদ্ধারঃ ২ আসামী আটক

স্টাফ রিপোটারঃ০১জুন

গত ডিসম্বের(২০২০) সালের ১২ তারিখে কোতোয়ালী থানাধীন রেলওয়ে ষ্টেশন কলোনীস্থ বাদীর পূর্বের বাসায় আসিয়া  ৮ মাস বয়সী শিশু মোঃ ফারহান কে মাতাতসলিমা ঝর্ণা বাদীর স্ত্রীর কোল হতে আসামীর কোলে নিয়া আদর করার কথা বলে আসামী সুলতানা বেগম সুমি (২৬) অপহরণ   করে নিয়ে যাই। ঐ সময় বাদীর স্ত্রী বাসার কাজে ব্যস্ততার সুযোগে চোখের ফলকেই ভিকটিম ৮ মাস বয়সী শিশু কে  অপহরণ কারী ৫,০০০/- টাকার  বিনিময়ে অন্যত্র বিক্রি করে দেন। আসামী সুলতানা বেগম বাদীর পরিবারের সহিত পূর্ব পরিচিত  হওয়ায় কেউ সন্দেহ করেন নি।

পরবর্তীতে বাদী ও তাহার স্ত্রী সম্ভাব্য আশপাশের স্থানে খোঁজাখুঁজি করিয়াও বাদীর ছেলে ০৮ মাস বয়সী শিশু মোঃ ফারহান’কে পায় নাই। উক্ত ঘটনায় এজাহার দায়ের করার প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশেীত) ২০২১ এর ৭/৩০ ধারায় নিয়মিত মামলা রুজু হয়।

বাদী ছেলে ০৮ মাস বয়সী শিশু মোঃ ফারহান’কে অপহরনের পর হতে বাদীর স্ত্রী ঘটনার বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া সহ সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশকে অবগত করেন। সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীর চক্রটি এসএমপি সিলেট কোতোয়ালী থানা এলাকায় অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়ে  পুলিশ হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা হতে অপহৃত ০মাস বয়সী শিশু মোঃ ফারহান’কে উদ্ধার করে  মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হয়।

অভিযান পরিচালনাকারী টিমের সদস্য  কোতোয়ালী থানা ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনের নির্দেশনায়ে এসআই-বাবলু কুমার পাল, এএসআই-মতিউর রহমান, নারী কং-৫৪৪৭ নার্গিস আক্তার, নারী কং-৪৪৯৪ রোকসানা, কং-৩১০১ শাহাদৎরা সিলেট জেলার   হবিগঞ্জ   থেকে উল্লেখিত ২জন কে ধৃত করেন।

ধৃতরাহলেন ০১। মোঃ ইসমাইল(৩৫), পিতামোঃ খলিল পাটোয়ারী, মাতামোছাঃ সায়েরা খাতুন, সাংতিতারকোনা, খলিল মিয়ার বাড়ী, থানাবাহুবল, জেলা

০২। সুলতানা বেগম সুমি (২৬), পিতামৃত ইদ্রিস মিয়া, স্বামী মোঃ খোকন, মাতা আনোয়ারা বেগম, সাংদক্ষিণ নলপটি, থানাচুনারুঘাট, জেলাহবিগঞ্জ, বর্তমানেবিআরটিসি বাস কাউন্টারের পাশে, থানাকোতোয়ালী, জেলাচট্টগ্রামজিজ্ঞেসাবাদ মেষে তাদের শিশু অপহরণ ধারায় মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে  থানার ডিউটি অফিসার সূত্রে জানা গেছে।