বন্দরের পুরাতন মার্কেট এলাকায় বেআইনিভাবে অকটেন বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ০২জুন

নগরীর বন্দর থানাধীন পুরাতন পোর্ট মার্কেট এলাকার একটি দোকানে বেআইনিভাবে অকটেন বিক্রি করায় ৩ হাজার টাকা জরিমানা ও ৫৫ লিটার অকটেন জব্দ করা হয়েছে।  

মঙ্গলবার  ১ জুন  দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।বন্দর সূত্রে জানা গেছে, মোহাম্মদ মনজুরুল আলমের দোকানে জ্বালানি তেল বিক্রির লাইসেন্স ছাড়া অকটেন বিক্রি হচ্ছে এনএসআই বন্দর টিমের এমন গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ৫৫ লিটার অকটেন জব্দ এবং দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর সংলগ্ন পুরাতন পোর্ট মার্কেট এলাকায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের জায়গায় অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে।