থানায় মামলা বা জিডি করতে কোনো ধরনের আর্থিক লেনদেন নয় এবং দালালমুক্ত থানা-এমন শপথ নিয়ে চাঁদপুর সদর মডেল থানায় নতুন কার্যক্রম চালু হয়েছে। ফলে এখন থেকে যে কেউ কোনো ধরনের আর্থিক লেনদেন বা হয়রানি ছাড়াই থানায় এসে সেবা পেতে পারবেন। যদি কোনো সেবা গ্রহণকারী কোনো ধরনের হয়রানি শিকার হন তাহলে ব্যবস্থা নেবেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার চাঁদপুর সদর মডেল থানায় সাংবাদিকদের সামনে এমন কথাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান জানান, এখন থেকে সাধারণ মানুষের জন্য সেবা প্রদান করাই হচ্ছে পুলিশের প্রধান কাজ। এই জন্য থানায় মামলা ও জিডি করতে কোনো ধরনের লেনদেন করতে হবে না। সেই সঙ্গে দালালমুক্ত থাকবে থানা। যদি এমন পরিবেশ নিশ্চিত করার পরও কোনো পুলিশ সদস্য কাউকে হয়রানি করেন তাহলে সেই বিষয়টি বিশেষ অ্যাপস’র মাধ্যমে জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নজরদারি করবেন। শুধু তাই নয়, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বাধ্য হবেন। এই জন্য থানা চত্বরে বিশেষ ফলক উম্মোচন করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, ওসি মো. নাসিমউদ্দিনসহ চাঁদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
Discussion about this post