ফেইসবুকে পরিচয়ে কলেজ ছাত্রীকে অপহরণে মুক্তিপন আদায়ে যুবক আটক

ডেস্ক বার্তাঃ২জুন

ফেইসবুকে ফেইক আইডিতে পরিচয়ের সূত্র ধরে কলেজ ছাত্রীকে অপহরণপূর্বক আটক রেখে মুক্তিপন আদায়ের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।

নগরীর আকবরশাহ থানাধীন  নিজ বাড়ী হতে কলেজের এসাইনমেন্ট জমা দেওয়ার  পথে গত২৯মে সকাল অনুমান ১০টার  সময় ভিকটিম  কথা বলে বাহির হয়ে আর ফিরে আসে নি। পরবর্তীতে একজন অজ্ঞাতনামা ব্যক্তি নিখোঁজ কলেজ ছাত্রীর মায়ের মোবাইল ফোনে ভিকটিমের মুক্তির বিনিময়ে  ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করে।

উক্ত ঘটনায় আকবর শাহ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।উক্ত ঘটনার প্রেক্ষিতে সিএমপির আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহির হোসেন, পিপিএম এর নেতৃত্বে আকবরশাহ থানার টিম  ৩০/০৫/২০২১ইং তারিখ অপরাহ্ন হতে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান সনাক্ত করে ভিকটিম উদ্ধারে অভিযান পরিচালনা করে।

এক পর্যায়ে তারা কৌশলে দাবীকৃত মুক্তিপন প্রদান করা হবে মর্মে অপহরণকারীকে আশ্বস্ত করে কিছু টাকা প্রদান করে।আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে আকবর শাহ থানার টিম বিভিন্ন কৌশল অবলম্বন করে এক নাগারে চট্টগ্রাম মহানগরী সহ কুমিল্লা জেলা, ঢাকা জেলা এবং ডিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

এক পর্যায়ে  ০১/০৬/২০২১ ইং তারিখে রাত্র  ৪  টায় ডিএমপি’র দারুসসালাম থানাধীন গাবতলী  যমুনা আবাসিক হোটেল হতে মুক্তিপন দাবীকারী সাইদুল ইসলাম প্রঃ সোহেল (২৬) কে   আটক  এবং  ভিকটিমকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সাইদুল ইসলাম প্রঃ সোহেল জানায়, ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে ভিকটিমের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে সে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে নগরীর কর্ণেলহাট এলাকা থেকে অপহরণ করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ও ঠিকানাঃ সাইদুল ইসলাম প্রঃ সোহেল (২৬), পিতা-মোঃ সোবহান, মাতা-নাজমা বেগম, সাং- উত্তর মেইটকা, ডাকঘর-হেমায়েতপুর, থানা-সাভার, জেলা-ঢাকা।