স্টাফ রিপোটারঃ২জুন
নগরীর পতেঙ্গা মডেল থানার এসআই-মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গত ৩১মে রাত্র আনুমানিক সাড়ে ৮টায়
উত্তর পতেঙ্গা চরপাড়া সী-বীচ রোডস্থ বি.এস.এল আবাসিক হেটেল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে মোঃ শাকিল(২১) ও মোঃ ওমর ফারুক (২৬) কে ১০০ (একশত) ইয়াব ট্যাবলেট সহ আটক করেছেন বলে থানা সূত্রে জানাই।
আটক আসামীরা হলেন ১) মোঃ শাকিল(২১), পিতা- মোঃ রিপন, বর্তমান : আবুল বশর সুকানীর বাড়ীর নুরজাহান বিল্ডিং এর নিচ তলা, সাইটপাড়া, গ্রাম- উত্তর পতেঙ্গা (চড়িহালদা মোড়) , থানা- পতেঙ্গা, চট্টগ্রাম।
০২) মোঃ ওমর ফারুক (২৬), পিতা- মজিবুর রহমান, স্থায়ী : মদন চকিদারের বাড়ী, গ্রাম- দক্ষিণ পতেঙ্গা (ফুলছড়ি পাড়া) , থানা- পতেঙ্গা, চট্টগ্রাম ।
আটবকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন বলে সংবাদ মাধ্যম কে জানিয়েছেন দায়িত্বরত সেকেন্ড অফিসার।
Discussion about this post