প্রেস বিজ্ঞপ্তীঃ৩জুন
চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতালের আজীবন সদস্য ও সাবেক শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান ,বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ -প্রফেসর ডা: আলহাজ্ব মোঃ ফরিদুল আলমের স্মরণ সভা অনুষ্ঠান গতকাল ২রা জুন শিশু হাসপাতাল মেডিকেল কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ এস এম মোস্তাক আহমেদ‘র সভাপতিত্বে সম্পন্ন হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লায়ন এস এম মোশেদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন মা-ও-শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন এস এম কুতুব উদ্দিন, পরিচালক-সদস্য মোঃ জাবেদ আবছার চৌধুরী, ডাক্তার রেজাউল করিম আজাদ, পরিচালক (প্রশাসন) ডাঃ এস .এম নুরুল হক ।
এছাড়া স্মরণ সভা অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় প্রধানগন,প্রফেরসর, , নার্স এবং হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ,গর্ভনিং বডির সদস্য বৃন্দ এবং ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা সকলেই,প্রফেসর ডা: আলহাজ্ব মোঃ ফরিদুল আলমের কর্মময় জীবনের প্রশংসা করেন এবং তাঁর স্মৃতির প্রতি আজীবন স্মরণ করার আশা ব্যক্ত করেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
Discussion about this post