হোসেন বাবলাঃ০৫জুন:চট্টগ্রাম
নোয়াখালী উপজেলার সূবর্ণচরের দক্ষিণে মেঘনানদীর ভয়াবহ ভাঙ্গারোধ,শাখা নদী অবৈধ দখল বন্ধ ও পরিবেশ রক্ষার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসার ডঃ কামালা উদ্দিন বলেন, নোয়াখালী সূবর্ণচর উপজেলার মেঘনানদীর ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধ দ্রুত করা না গেলে আগামী ২/৩বছরের মধ্যে দেশের মানচিত্র থেকে এই বিশাল উপজেলাটি মুছে যাবে।
তিনি আরো বলেন, উপজেলার ৩০টি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র, শতশত দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাজার সহ অসংখ্য প্রতিষ্ঠানের নিত্য ব্যবহায্য বর্জ্য্য অপসারণ/নিষ্কাসন সঠিক ভাবে করা না গেলে মারাত্মক পরিবেশ বিপর্য্যয় ঘটতে পারে বলে মন্তব্য প্রকাশ করেছেন।
সূবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের সভাপতি আবু জাফর মুঃ ওমর ফারুখের সভাপতিত্বে ও সাঃসম্পাদক মোঃ অহিদুর রহমান নয়নরে সঞ্চালনায়ে মানববন্ধনে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন সূবর্ণচর সৈকত বিশ্ব বিদ্যালয় বাংলা বিভাগের প্রফেসার মোঃ আব্দুল্লাহ রিয়াজ। তিনি বলেন, এই উপজেলা কে অনতিবিলম্বে মেঘনানদীর প্রবল ভাঙ্গন ও ভুমিদূস্যর অবৈধ দখলদার বাহিনীর কবল থেকে বাঁচাতে জেলার বিভাগীয় কমিশনার, ডিসি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার জন্য দৃঢ় আহবান করেন।
অন্যতায় সমস্থ নোয়াখালী বাসী কে নিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন সহ সূবর্ণচর উপজেলা দক্ষিণে মেঘনানদীর ভয়াবহ ভাঙ্গারোধ কল্পে সূবর্ণচর উপজেলা রক্ষার গণ আন্দোণের ডাক দিবেন বলে হুশিয়ারী দেন।
০৫জুন শনিবার, সকাল ১১টায় সূবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম,সূবর্ণচরস্থ চবি স্টুডেন্ট এসোঃ যৌথ আয়োজিত মানববন্ধনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সূবর্ণচরস্থ প্রেস ক্লাবের সাঃ সম্পাদক,সাংবাদিক মোঃ বাবলু হোসাইন, এলাকার বৃক্ষপ্রেমী মোঃ শাখাওয়াত উল্লাহ,সমিতির আজীবন সদস্য মোঃ ফিরোজ মাহমুদ,মোঃ নাছির উদ্দিন, মোঃ রুবেল,চবি স্টুডেন্ট এসো’র সাঃসম্পাদক মোঃ নুর উদ্দিন,কেফায়েত উল্লাহ জাবেদ,দাউদ নবী, মোঃ রুবেল হোসেন, মনিরুজ্জামান,নুরুল কবির সহ নোয়াখালী সূবর্ণচর উপজেলার সচেতন নেতৃবৃন্দ কর্মসূচিতে সংহতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বক্তারা সবাই,নোয়াখালী উপজেলার সূবর্ণচরের দক্ষিণে মেঘনানদীর ভয়াবহ ভাঙ্গারোধ,অবৈধ দখল বন্ধ ও পরিবেশ রক্ষা করতে সরকারের উচ্চ পদস্থ নেতৃবৃন্দর সু-নজরে আনার জন্য জোর দাবি জানিয়েছেন।
Discussion about this post