বিশেষ প্রতিনিধিঃ৫জুন
নগরীর বন্দর থানার ৩৮নং ওয়ার্ডস্থ কলসী দীঘির পাড়ের মহসিন কলোনী এলাকার মিন্টুর ভাড়া ঘরের ১টি কক্ষে বিষপানে আত্মহত্যা করেছে মনি আক্তার (১৩) নামে এক কিশোরী।গত বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। মনি আক্তার ওই এলাকার বাসিন্দা আরজু মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে বন্দর থানা এলাকা থেকে বিষপানে আহত এক কিশোরীকে হাসপাতালে আনে স্বজনরা।
পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিকটস্থ পুলিশ ফাড়িঁর ইনচাজ কে জিজ্ঞেস করলে তিনি জানান, আমরা মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠাই, তার আগে গুরুতর আহত কিশোরী কে চমেক নিয়ে যান স্বজনরা, তবে আমরা ঘটনার দিন খবর পেয়ে বন্দর থানায় একটি অপমুত্যর জিডি/মামলা রুজু করি।
Discussion about this post