ক্যাপশন নিউজঃ০৫জুন
গ্রাম বাংলার বাতাসে এখন কাঁঠালের মৌ মৌ ঘ্রাণ।প্রতিদিন সকাল থেকে আশপাশের পাহাড়, টিলা ও বিভিন্ন গ্রাম থেকে এই কাঁঠাল এনে জড়ো করা হয় এখানকার হাট– বাজারে।
এরপর এক–দুই হাত ঘুরে এই ফলের রাজা ছড়িয়ে পড়ছে দূর–দূরান্তে।
ফটিকছড়ি–খাগড়াছড়ি সীমান্তবর্তী গাড়িটানা এলাকা থেকে ভাঙ্গা বাঁশের সাঁকো বেয়ে এক কৃষকের হাটে কাঠাল নিয়ে আসার দৃশ্যটি ধারণ করেছেন সামি এরশাদ।
অপরূপ প্রাকৃতিক ফসৌন্দয্য অলম্বনে কাঠালবাহি চাষির ছবিটি ধারণ করেছেন এফ বি বন্ধু সামি উল এরশাদ,ফটিকছড়ি,চট্টগ্রাম থেকে।
Discussion about this post