চট্টগ্রামে  ভারী বর্ষণে নিম্মাঞ্চল প্লাবিত হবার সম্ভবনা….!

নিজস্ব প্রতিবেদকঃ০৬জুন

টানা ভারী বর্ষণে  চট্টগ্রামের  নিম্মাঞ্চল প্লাবিত হবার সম্ভবনা রয়েছে  বলে আবহাওয়া বুলেটিনে খবর পাওয়া গেছে। রোববার সকাল ১১টা দিকে আবহাওয়া অধিদপ্তর ওচট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তবে জেলার নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, টেকনাফসহ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ স্থানে প্রবল বজ্রপাতসহ ভারি থেকে অতিভারী বর্ষণ হবার খবর পাওয়া গেছে ! ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বজ্রপাত থেকে সাবধানতা অবলম্বন করুন আরো ঘন্টাখানেক এমন বর্ষণ চলমান থাকতে পারে!

এছাড়া আগামি ২৪ থেকে ৪৮ ঘন্টায় প্রাক বর্ষার এমন ভারি বর্ষণ বিরতিসহ অব্যাহত থাকতে পারে বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলে!

এদিকে রোববার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায়–মুরাদপুর, আগ্রাবাদ , হালিশহর, বাকলিয়া,বহাদ্দাহটে,চান্দগাও এবং বন্দরের ৩৮নং ওয়ার্ডের  নিছু অঞ্চলে ভোররাত্র থেকেই হাটু পানিতে তলিয়ে গেলে বলে আমাদের প্রতিনিধি ওরিপোটারগণ জানিয়েছেন।

তাছাড়া আমপাশের  ব্যাপাক এলাকায় গতকাল দুপুর থেকেই বৃষ্ঠির পানি জমে জলাবদ্ধা সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগিরা সংবাদ মাধ্যম কে জানান।