স্টাফ রিপোটারঃ০৬জুন
ফটিকছড়িতে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন ভানুমিত দাশ (৫২) ও লাকি রানী দাশ (৩৫)। আহতরা হলেন মালতী দাশ (৫০) ও শোভা রানী দাশ (৪৮)। চারজনেরই বাড়ি কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছমুরহাট বাজার কমিটির সভাপতি মাওলানা আনিছুর রহমান। তিনি বলেন, চার মহিলা শ্রমিক ছমুরহাট বাজারের পাশে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে দুইজন নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব ডোমখালী গ্রামের জামাল ভূইয়া বাড়ির মোশাররফ হোসেন এর পূত্র কমর আলী হাই স্কুল এর দশম শ্রেণির ছাত্র মোঃ সাজ্জাদ হোসেন বয়স ১৬ বছর রোববার সকাল ১০টায় বাবার সাথে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু বরন করেন। তার বাবা গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে শনি বার ভোর রাত্রে উপজেলার চকরিয়ায় বজ্রপাতে মারা যাওয়া যুবক বেলাল ওই ইউনিয়নের মধ্যম মেধাকচ্ছপিয়া এলাকার মকছুদ আহমদের ছেলে।স্থানীয় এলাকাবাসী জানায়, শনিবার ভোরে তলিয়াঘোনা নিজস্ব খামারে জাল দিয়ে মাছ ধরতে যান বেলাল।
এ সময় বৃষ্টির সাথে প্রচুর বজ্রপাত হয়। বজ্রপাতের সময়ে বেলাল উদ্দীন তার মৎস্য খামারে মাছ ধরছিল। মাছ ধরা অবস্থায় বজ্রপাতে যুবক বেলাল ঘটনাস্থলেই মারা যান। তবে খামারের অন্যরা কিছুটা দূরে থাকায় তাদের কোন ধরণের ক্ষতি হয়নি। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Discussion about this post