নিজস্ব প্রতিনিধিঃ৭জুন
নগরীর আকবরশাহ্ থানাধীন এ.কে.খান ইউনিক বাস কাউন্টারে রিক্সা যোগে যাওয়ার সময় গতকাল রোববার(০৬জুন )রাত অনুমান সাড়ে ৩টায় ডিটি রোডের পার্শ্বে মদিনা মার্কেটের সামনে ভিকটিম মোঃ খাইরুল ইসলাম অফিসের কাজে ঢাকা যাওয়ার জন্য তার
বর্তমান সিডিএ ১ নাম্বার রোডের বাসা হতে পৌঁছলে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা বাদীর রিক্সা গতিরোধ করে তার কাছ থেকে নগদ ৮,০০০/-(আট হাজার) টাকা এবং ১টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে যায়।
এসময় আসামীরা ভিকটিমের সাথে থাকা ব্যাগ নিতে জোর জবরদস্তি করে এবং ভিকটিমকে ছুরিকাঘাত করে। উক্ত বিষয়ে আকবরশাহ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে ভিকটিম মোঃ খাইরুল জানিয়েছেন্।
মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আকবরশাহ থানার একটি চৌকস টিম থানা এলাকায় অভিযানে অদ্য ৭জুন রাত্র সড়ে ১২টার সময় কর্নেল জোন্স রোডস্থ ভ্যানগার্ড গার্মেন্টস লিঃএর বিপরীত পার্শ্ব হতে মোঃ সম্রাট (২০) কে আটক করেন পুলিশ।
এসময় তার হেফাজত হতে মামলার ঘটনার সময় লুন্ঠিত মোবাইল ফোন সেট এবং মামলার ঘটনার সময় ব্যবহৃত ০১(এক)টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা উদ্ধার করা হয়।
Discussion about this post