বিশেষ সংবাদঃ৮জুন
নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোড কাঁচা বাজার রাস্তায় প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে মানসিক ভারসাম্যহীন এক নারী।৯৯৯‘র কলে এমন সংবাদে প্রসুতি নারী‘কে টিম হালিশহর এর অফিসার এসআই সতেজ বড়ুয়া তার ফোর্সসহ স্থানীয় লোকের সহায়তায় রাস্তা থেকে উদ্ধার পার্শ্ববর্তী কমিউনিটি ক্লিনিক নিয়ে যান, সদ্য ভূমিষ্ট হওয়া শিশু ও মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এবং পরবর্তীতে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করান।
বাচ্চাটি আপাতত স্থানীয় এক দম্পতির হেফাজতে আছে। হালিশহর থানা এসআই সতেজ ও তার টিম কে এফবি তে ধন্যবাদ জানিয়েছেন সিএমপির পদস্থ কর্মকর্তা সহ থানা ওসি,ওসি তদন্ত, সকল অফিসার।
এদিকে মানবাধিকার নেতৃবৃন্দ সহ স্থানীয় সচেতন মহলের অনুরোধ এই রকম মানবিক কাজে পুলিশ সহ সকল নাগরিক কে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।