কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাজা সহ ১জন কে আটক

জেলা প্রতিনিধিঃ০৮জুন

চট্টগ্রামের   কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাজা সহ ১ কে আটক করেছেন বলে র‌্যাব-৭ পতেঙ্গা সদরদপ্তরের মিডিয়া অফিসার মোঃ নুরুল আবছার সংবাদ মাধ্যমে (৮জুন)  সকালে এক প্রেস বার্তায় জানিয়েছেন।

কুমিল্লার মহাসড়কের সাতঘরিয়াস্থ এলাকা থেকে চট্টগ্রাম গামী মহাসড়কের একটি ফিলিং স্টেশনের সামনে থেকে মোঃ মোফাচ্ছেল হোসেন মুহিন(৩৭) কে আটক করেন।

কুমিল্লার চৌদ্ধগ্রাম থেকে র‌্যাব-৭টিম পৃথক অভিযানে ২০ কেজি গাজা  সহ মোফাচ্ছেল হোসেন মুহিন , গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্গ্রামে বেতাগীয়ায় মোঃ রুহুল আমিনের পুত্র বলে র‌্যাব-৭ সূত্রে জানান।

আটককৃত মালামালের মূল্যে প্রায় ৩লাখ টাকা হতে পারে বলে  সূত্রে জানাই। থাকে চৌদ্ধগ্রাম থানায় হস্তান্তর করে  মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাটিয়েছেন র‌্যাব।