নিজস্ব প্রতিনিধিঃ০৯জুন
চট্টগ্রামের শাহ আমানত সেতুর পাশে কর্ণফুলী নদীতে একটি ফিশিং জাহাজ ডুবে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা কর্মকর্তা-কর্মচারী নিরাপদে তীরে উঠতে পেরেছেন।
বুধবার (৯ই জুন) ভোরে কর্ণফুলী শিকলবাহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা যায় জাহাজটি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের মালিকানাধীন ক্রিস্টাল গ্রুপের।
জাহাজে থাকা নাবিকরা জানান, ফিশিং জাহাজটি ডকিং করার জন্য শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করছিল। রাতে জাহাজের তলাফেটে পানি লিক করে জাহাজে পানি ডুকে যায়। জাহাজে পানি দেখতে পেয়ে জাহাজে থাকা নাবিকরা চিৎকার করলে আশেপাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। এক পর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়।
এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মো. হাবিবুর রহমান বলেন, ফিশিং জাহাজ ডুবির খবর পেয়ে আমাদের একটি টিমকে ঘটনাস্থলে পাঠা হয়েছে। ঘটনাল থেকে ওরা আসলে বিস্তারিত জানা যাবে।
ছবি -ফাইল, তথ্য-সংগৃহিত
Discussion about this post