করোনায় চট্টগ্রামে আজ ১জনের মৃত্যু: আক্রান্ত ১১৪জন

স্টাফ রিপোটারঃ০৯জুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি নগরীর বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫০ জন নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৮২ জন।