“ভূমি রাজস্ব আদালতে অনলাইনে শুনানি শুরু”
মুঃবাবুল হোসেন বাবলা:১০জুন,চট্টগ্রাম
গতকাল (০৯ জুন)বুধবার ভূমি মন্ত্রকের সম্মেলন কক্ষে ভূমি রাজস্ব আদালতের অনলাইন শ্রবণ পদ্ধতির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।এ সময় ভূমিমন্ত্রী বলেন, ‘হাতের তালুতে জমি পরিষেবা’ এখন আর স্লোগান নয়, একটি বাস্তবতা। ভূমি রাজস্ব আদালতে অনলাইনে শ্রবণ ব্যবস্থা প্রবর্তন করলে জনগণের হয়রানি ও দুর্ভোগ কমাতে পাশাপাশি সময় সাশ্রয় হবে।
ভূমিমন্ত্রী আরও বলেন, একটি দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি এবং জনমুখী ভূমি পরিচালন ব্যবস্থার লক্ষ্য বিবেচনায় রেখে একটি প্রযুক্তি নির্ভর আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিচার ব্যবস্থা গড়ে তোলার জন্য অনলাইন হিয়ারিং সিস্টেমটি তৈরি করা হয়েছে। ফলস্বরূপ, সহকর্মীরা ঘরে বসে জমির মামলার শুনানিতে অংশ নিতে সক্ষম হবেন।
সাইফুজ্জামান চৌধুরী সকলকে ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধের জন্য নিবন্ধনের আহ্বান জানিয়ে আশা প্রকাশ করেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই একটি অনলাইন এলডি কর ব্যবস্থাসহ আরও কয়েকটি ভূমি পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি এ সময় বলেছিলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারের ‘ডিজিটাল বাংলাদেশ’-এর ফলাফল আজকের আসল ডিজিটাল বাংলাদেশ।
অনুষ্ঠানের সভাপতির ভূমি সচিব মো: মুস্তাফিজুর রহমান পিএএ বলেছেন, এনআইডি নম্বর এবং মোবাইল যাচাইয়ের মাধ্যমে মামলার শুনানির সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, ভূমিমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী জমি পরিষেবা দেওয়ার জন্য সারাদেশে শপিংমল ও স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিওসক (বুথ) স্থাপন করা হবে।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, ভূমি রেকর্ড ও জরিপ বিভাগের মহাপরিচালক মোঃ তাসলিমুল ইসলাম এনডিসি, ভূমি মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, মুহাম্মদ সালেহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এবং স্থানীয় স্টেকহোল্ডাররা অংশ নিয়েছিলেন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মাঠ পর্যায়ে ভূমি আদালতে অনলাইন শুনানির ইতিবাচক প্রভাবের জন্য আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, সরকার একটি আধুনিক এ নির্মাণের জন্য ভূমি আদালতের বিচারিক পদ্ধতিতে অনলাইন শুনানি চালু করেছে
Discussion about this post