চট্টগ্রামে করোনায় আরও ৩জনের মৃত্যু: আক্রান্ত ১১৯জন

স্টাফ রিপোটারঃ১০জুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩৫ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১৯ জনের। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৪৫৪ জনে।

বৃহস্পতিবার (১০ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৮১৫ নমুনা পরীক্ষায় ১১৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬২ ও উপজেলার ৫৭ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৪ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে সাতজন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে পাঁচজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে আটজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।