ক্রীড়া ডেস্ক রিপোটঃ১০জুন
এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।শেষটা জয় দিয়ে হয়নি। তবে শিরোপা জয়ে তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।
নবম ও শেষ রাউন্ডে বুধবার জিয়া ড্র করেন ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়ের বিপক্ষে। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেরা হন জিয়া। এ প্রতিযোগিতায় সেরা হওয়ার সুবাদে আগামী জুলাইয়ে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় জোন ৩.২ এর পক্ষে অংশ নেবেন তিনি।
সাড়ে ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছেন বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব; শেষ রাউন্ডে তিনি শ্রীলঙ্কার ক্যান্ডিডেট মাস্টার রানিনদু দিলশানের বিপক্ষে ড্র করেন।নীড় ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ হয়েছেন। প্রতিযোগিতায় আশানুরূপ খেলতে পারেননি ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান। তিনিও নীড়ের সমান পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে পঞ্চম হন।
হোটেল এশিয়া হোটেল ও রিসোর্টের ক্রাউন হলে এবং অন-লাইন দাবা প্ল্যাটফর্ম টরনেলোতে নবম বা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
Discussion about this post