ডেস্ক নিউজঃ১২জুন
চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১ হাজার ৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৫৮ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৯২ জন এবং বিভিন্ন উপজেলার ৬৬ জন।
চট্টগ্রামে ৮ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে, শনিবার (১২ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম নিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৭টি নমুনা পরীক্ষায় ৬৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৬৮টি পরীক্ষায় ৩৫ টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষায় ৩০ জনের শনাক্ত হয়।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করা হয়নি।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪২টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
Discussion about this post