ডেস্ক রিপোটঃ১২জুন
আবারো বিয়ের পিড়িতে বসলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শুক্রবার (১১ জুন) সকাল ৯টায় বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পাত্রীর বড় ভাই মো. জাহিদুল ইসলাম মিলন হোসেন। তিনি বলেন, ইসলামী শরিয়ত ও সরকারি আইন মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে গত শনিবার (৫ জুন) দিনাজপুরের বিরামপুর উপজেলার মেয়ে ৪২ বছয় বয়েসী শাম্মী আকতার মনির সাথে গাঁটছড়া বাধাঁর বিষয়টি মন্ত্রী নিজেই প্রকাশ করেন। তাঁর নতুন এই বধূ পেশায় আইনজীবী। শাম্মী বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। তারা দুই ভাই এক বোন।
শাম্মীর বড় ভাই আরও জানান, আমার বোন শাম্মী ঢাকার উত্তরায় থাকেন। সে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে প্র্যাকটিস করছেন। আইনি বিষয়ে পরমার্শ নিতে ২০ দিন আগে রেলমন্ত্রীর কাছে যায় আমার বোন। পরে আমার বোনকে মন্ত্রীর পছন্দ হয়।পারিবারিকভাবে ৫ জুন উত্তরায় আমার বোনের বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়।বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী।