★সুবোধ বন্দনা★
—————–পারভীন আকতার
আকাশের নীল রঙ দেখে ভালো লাগা জাগে,
তবে কেন বেদনার নীল রঙ কাঁদে অনুরাগে?
কালো বড়ই কুৎসিত;কৃষ্ণকলির বিয়ে হয় না,
কালো শাড়ি মানায় ভালো;চোখ ফেরানো যায় না।
মেলানিন কম বেশির দায় কি কেবল চোখের?
সুন্দর অসুন্দর দেখে মনে বাঁধে অশান্ত রোগের।
চামড়াটা কেবল হরেক রঙের আফসানো,
ভিতরটায় সবারই সমান সৃষ্টি রহস্য লুকানো।
একই প্যাঁচে শত বৈচিত্র্যময় চরিত্রের ভাস্কর্য,
নিথর দেহের কিইবা দাম;কিইবা থাকে কদর্য?
হীরে-জহরতের মুড়াই করা বিজয়ী সম্রাট,
হীরের বিষে প্রাণ দেয় বিবি;একি বিভ্রাট?
বেশি ভালোবাসলে অধিকার থাকে না আর,
দাসত্ব মনে নিপাতিত হয়;আজব কারবার!
অতিরঞ্জিত ভালো নয়;কমে বাড়ে সংশয়,
মধ্যমে করো জয়;দৃঢ়তায় বাঁচো অতিশয়।
————————–
পারভীন আকতার
শিক্ষক,কবি ও প্রাবন্ধিক,চট্টগ্রাম।