নিজস্ব প্রতিবেদকঃ১৩জুন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় কর্মরত এএসআই–কাজী মোঃ সালাহউদ্দীন -১১জুন ভোরবেলায় মাদক বিরোধী অভিযান কালে গাড়ী ছাপায় নিহত হয়েছেন বলে থানা সূত্রে সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
এএসআই-কাজী মোঃ সালাহউদ্দীন গত ১০ জুন দিবাগত রাতে চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় থেকে সিএন্ডবি ও আশপাশ এলাকায় সিরা-৩১ (নৈশ) ডিউটিতে নিয়োজিত ছিলেন। ডিউটিকালীন সময়ে তিনি গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো হাইস (মাইক্রোবাস) যোগে পার্বত্য এলাকা হতে চোলাইমদ সহ চট্টগ্রাম শহরের দিকে আসার তথ্য পেয়ে ফোর্সসহ ১১জুন ভোর অনুমান ৪টায় চান্দগাঁও থানাধীন মেহেরাজ খানঘাটা পেট্রোল পাম্পের সামনে গাড়ীটি থামানোর জন্য সিগন্যাল দেন।
গাড়ীর চালক প্রথমে গাড়ীটি থামানোর জন্য গতি কমিয়ে আনলে এএসআই-কাজী মোঃ সালাউদ্দিন ও ড্রাই কং-৪৮২৪ মোঃ মাসুম গাড়ীর সামনে আসেন। গাড়ীর ড্রাইভার তখন গাড়ীর গতি পুনরায় বাড়িয়ে এএসআই-কাজী মোঃ সালাহউদ্দীনকে সজোরে ধাক্কা দিলে তারা উভয়েই গুরতর আহত হন। পরবর্তীতে আহত অবস্থায় এএসআই- কাজী মোঃ সালাউদ্দিন ও ড্রাই কং-৪৮২৪ মোঃ মাসুম কে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাউদ্দিন কে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ঘাতক হাইস (মাইক্রোবাস) গাড়ীটি চান্দগাঁও থানাধীন মেহেরাজ খান ঘাটা এশিয়া ফ্যান ইন্ড্রাট্রিজ লিঃ গেইটের সামনে হতে ৭৩০ লিটার চোলাই মদসহ আটক করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর – কাজী মোঃ সালাহউদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Discussion about this post