পের ঘোষণা দিয়ে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের আনা একটি কন্টেইনার খুলে তাতে কোনও স্ক্র্যাপ পায়নি কাস্টমস কর্মকর্তারা।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কাস্টমসের এআইআর বিভাগের কর্মকর্তারা কন্টেইনারটি খোলেন। কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার নুর উদ্দিন মিলন জানান, সাউদাম্পটন পোর্ট থেকে জাহাজযোগে ১০ ডিসেম্বর খালি কন্টেইনারের এই চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
নুর উদ্দিন মিলন বলেন, ‘জাকার্তা ব্রিজ নামের একটি জাহাজে আমদানিকারক প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ২৬ হাজার ৭৬০ টন স্ক্র্যাপ ঘোষণা দিয়ে কন্টেইনারটি আমদানি করে। গোপন সংবাদ পেয়ে স্ক্যানিং ডিভিশনের সহায়তায় এইচএলএক্সইউ৩১৮৬০৩৫ নম্বরের কন্টেইনারটি আটক করা হয়। রবিবার বন্দরসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কন্টেইনারটি খুলে তাতে আমরা কোনও স্ক্র্যাপ পাইনি।’
নুর উদ্দিন মিলন আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এই চালানটির মাধ্যমে মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত করে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
Discussion about this post