প্রেস বিজ্ঞপ্তীঃ১৩জুন
নগরীর ৩৬নংগোসাইলডাঙ্গা-নিমতলা ওয়ার্ডের উন্নয়ন কাজে কাউন্সিলর হাজী মোরশেদ আলী কে সহায়তায় উপহার স্বরূপ ২টি রিক্সাভ্যান প্রদান করেছেন এলাকার গুনীজন শ্রদ্ধেয়, সাবেক শিক্ষক হাজ্বী আবুল বশর হোসাইনী ।
তিনি নিমতলাস্থ কাউন্সিলরের অস্থায়ী কার্য্য্যলয়ের সামনে গতকাল বিকেলে(শনিবার) দুইটি ভ্যানগাড়ী হস্তান্তর করেন।
এমন মহৎ মানসিকতায় সবাই কে এগিয়ে আসার জন্য কাউন্সিলর হাজী মোরশেদ বিশেষ ভাবে অনুরোধ জানান এবং শ্রদ্ধেয় আবুল বশর কে এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। ।গাড়ী গুলো ওয়ার্ডের উন্নয়ন কাজে সর্বদা ব্যবহার হবে।
Discussion about this post