কর্ণফুলী প্রতিনিধিঃ১৪জুন
গতকাল ১৩জুন আনুমানিক সাড়ে ১১টার সময় এ.এস.আই মকসুদ আহামদ মোবাইল(৫৪) টিমে ডিউটি করাকালে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪০০ পিস ইয়াবা সহ মোঃ আবু তাহের (৩৮) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এব্যাপারে থানার কর্তব্যরত পুলিশ অফিসার সংবাদ মাধ্যমে বিষয়টি স্বীকার করেন।
নগরীর ডবল মুরিং থানাঃ এর নিয়মিত অভিযানে
অস্ত্র ও ইয়াবা সহ ১ জন কে গতকাল রোববার গ্রেফতার করেছেন বলে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন সংবাদ মাধ্যম কে জানান।
তিনি আরো জানাই,থানা এলাকার পানওয়ালা পাড়া সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানে ১ টি এলজি, ১রাউন্ড কার্তুজ ও ৫০ টি ইয়াবা সহ মোঃ শাহেদ (২৫) কে থেকে গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে পূর্বের ৮টি মামলা আছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মাদকের আইনে মামলা দায়ের হয়েছে ১৩জুন রাত্রে।
Discussion about this post