নিজস্ব প্রতিবেদকঃ১৪জুন
সময়ের সাথে সাথে বিকাশ লেনদেনে প্রতারণার নিত্য নতুন কৌশল অবলম্বন করছে প্রতারক চক্র। তেমনি একটি ঘটনায় প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর)বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা অন্যান্য ব্যক্তিদের সহযোগিতায় বিভিন্ন কৌশলে বিকাশ লেনদেনে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। প্রতারক চক্রের সদস্যরা স্মার্টফোনের ক্যামেরা অন করে বিভিন্ন বিকাশ এজেন্টের দোকানে গিয়ে সুকৌশলে লেনদেন বইয়ের ভিডিও ধারণ করে তথ্য সংগ্রহ করে থাকে। পরবর্তীতে ভিডিও দেখে বিভিন্ন গ্রাহকদের মোবাইল নাম্বার সংগ্রহ করে বিকাশ প্রতিনিধি সেজে সেসব নাম্বারে ফোন করে কৌশলে পিন নাম্বার সংগ্রহ করে বিকাশ একাউন্টে থাকা অর্থ আত্মসাৎ করে থাকে।
এ বিষয়ে প্রাথমিক অভিযোগ প্রাপ্তির পর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবিরের নির্দেশে তদন্ত শুরু করে নগর গোয়েন্দা টিম , অভিযোগের সত্যতা খুঁজে পায় টিম (ডিবি পুলিশ)।
পরবর্তীতে অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ উসমান গনির নেতৃত্বে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন গোয়ালদা এলাকায় অভিযান পরিচালনা করে গত ১২জুন রাত্র সাড়ে ৫টায় চক্রের মূল হোতা মিঠুন কুমার বালা(২৬)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মোতাবেক চক্রের অপর সদস্য হামিদুল মোল্লা (২২) কে গতকাল ১৩ জুন রাত্র সাড়ে ৯টায় ইপিজেড থানাধীন নিউমুরিং হতে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে নগরীর ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।নগরবাসীকে বিকাশ লেনদেনের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হবার জন্য নিকটস্থ ইপিজেড থানা ওসি ,ওসি তদন্ত এবং সেকেন্ড অফিসার বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
Discussion about this post