সীতাকুন্ড প্রতিনিধিঃ১৪জুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট – বায়েজিদ সংযোগ সড়কের বিভিন্ন স্থানে দুই পাশে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাসরতদের উচ্ছেদে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন উপজেলা প্রশাসন । সোমবার (১৪ জুন) এ অভিযান শুরু করেন জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সীতাকুণ্ড উপজেলা অংশে পরিচালনা করেন উপজেলা এসি (ল্যান্ড)মোহাম্মদ রাশেদুল ইসলাম, হাটহাজারী উপজেলার পক্ষে অভিযান পরিচালনা করছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ,
পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, কাট্টলীতে অভিযান পরিচালনা করছেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুন আহমেদ অনীক এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।
সীতাকুন্ডের ম্যাজিষ্ট্রেট রাসেদুল ইসলাম জানায়, জঙ্গল সলিমপুরসহ উপজেলায় প্রায় ১৫ হাজার লোক কে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে, এদেরকে অন্যত্র সরিয়ে নেয়া হবে। তাদের পূনার্বাসনের চেষ্টা চলছে । এই অভিযান পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।