নিউমুরিং আন্ত: মিনিবার ফুটবল টুর্নামেন্টে সোবহান স্মৃতি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদনঃ১৪জুন

গত ১২জুন শনিবার নিউমুরিং তক্তারপুল সংলগ্ন মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্ট এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে হালিশহর- পতেঙ্গা ট্রাক মালিক সমিতির সাঃসম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক হাজী জাফর আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, কেন্দ্রীয় কারাগারের বে-সরকারি কারা পরিদর্শক   আজিজুর রহমান আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা মামুনুজ্জামান মামুন, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, ফয়েজ আহম্মদ, বাবুল হক মেম্বার, মোঃ হোসেন মেম্বার, ফজলুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।

ফাইনাল খেলায় আব্দুস সোবহান স্মৃতি সংসদ (পূর্বের নাম নিউমুরিং ভাইকিংস) ২-০ গোলে মোহাম্মদ আলী স্মৃতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা পরিচালনা করেন মোঃ পাভেল, সহকারী হিসেবে ছিলেন সাইমন এবং আদিব।

অসাধারণ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করায় অতিথিবৃন্দ আয়োজক কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ   অংশীদার হতে পেরে আমিও কৃতজ্ঞতা  জানিয়েছেন তরুন সব কর্মকর্তাবৃন্দকে।  এলেমউদ্দীন, জোবায়ের আলিফ জুয়েল, হীরা মাহমুদ এবং বিশেষভাবে গোলাম মোস্তফা টিটুকে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন দল যার নামে সেই “আব্দুস সোবহান কন্ট্রাক্টর”।

উল্লেখ্য যে,এই টুর্ণামেন্ট এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে যিনি উদ্বোধন ঘোষনা করেন  টুর্নামেন্ট চলাকালীন সময়ে (১৩/০৫/২০২১ইং)তারিখে মৃত্যুবরণ করেন এবং জুয়েল নামের   আরো একজন তরুন খেলোয়াড় ও মৃত্যুবরন করায় অতিথিদের বক্তব্যকালে এক করুন দৃশ্যের অবতারণা হয়, অতিথিবৃন্দ সহ অনেকেই অশ্রুশিক্ত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙ্গে পড়েন।

খেলায় চলতি ধারা বিররণী দেন  ক্রীড়া ধারাভাষ্যকার শরীফ মাহাবুবুল হক।