দক্ষিণ জেলা প্রতিনিধিঃ১৫জুন
চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫০,০০০(পঞ্চাশ হাজার) ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ ৩ জনকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
১৫ জুন মঙ্গলবার রাত ৩ টায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এস.আই মোঃ আরিফউজ্জামান খাঁন তার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক,যাহার রেজিঃ নং-চট্টমেট্টো-ট-১১-৪১০৪ সহ ৩ যুবক কে আটক করে ।
ধৃত নয়ন মজুমদার (৩৪) চান্দগাও থানা পাড়া এলাকার মৃত নিরধ মজুমদারের ছেলে , নোয়াখালী জেলার ফারুক আমিনের বাড়ি এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বেলায়েত হোসেন (৪২),কক্সবাজার জেলার ঈদগাঁহ থানার চৌকিদার বাড়ি এলাকার মো.আফছার কামালের ছেলে মো.সফিউল হক (২০) কে গ্রেফতার করে।
এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভায় সিঙ্গারের শো রুমের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলেও জানান তিনি।