হাটহাজারী প্রতিনিধিঃ১৫জুন
বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ-২০২১, বিষয়ক কর্মশালা সম্প্রতি কৃষিবিদ মোঃআল মামুন সিকদার, অতিরিক্ত কৃষি অফিসার তত্ত্বাবধায়নে হর্টিকালচার সেন্টার হাটহাজারীতে অনুষ্ঠিত হয়।
তিনি অল্প সময়ে বছর ব্যাপী কিভাবে উন্নত মানের ফল পাওয়া যায় তা প্রশিক্ষণার্থী কৃষক দেরকে অভিহিত করেন।
হর্টিকালচার গাছের দ্বারা কিভাবে ফলজ বৃক্ষ রোপন করলে সারা বছর কিভাবে পুষ্টিকর ফল পাওয়া যায় তা উপস্থিত কৃষক দের সামনে বিস্তারিত তুলে ধরেন।
এসময় তিনি সম্মানিত অতিথি কর্ণফুলী উপজেলা, সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র, চেয়ারম্যান মোঃ মোকাম্মেল হকখান কে একজন সফল বৃক্ষপ্রেমী হিসাবে প্রশিক্ষার্থীদেরকে পরিচয় করিয়ে দেন।
মোঃমোকাম্মেল হক খানবলেন-মুজিববর্ষের অঙ্গীকারকরি, সোনার বাংলা সবুজকরি, এ প্রতিপাদ্যটি বাস্তবায়নে ব্যাপক ভাবে ফলজ গাছ লাগানোর জন্য আহবান জানান।
একজন মা-বাবা তার সন্তানকে যেভাবে লালন পালন করে বড় করে তোলে, তেমটি বৃক্ষকে পরিচর্যা করতে হবে। ভাল ফসল পেতে হলে বৃক্ষ’র সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি কৃষিবিদ মোঃআল মামুন সিকদার কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করে ।
Discussion about this post