নিজস্ব প্রতিনিধিঃ১৫জুন
র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী রাঙ্গুনিয়া হতে সিএনজি যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৪ জুন র্যাবের টিম হাটহাজারী থানাধীন বঙ্গবন্ধু এভিনিউ সড়কের পাশে অনন্যা আবাসিক এলাকার লিংক রোডের উপর চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এ সময় র্যাবের চেকপোস্টে সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা সিএনজিটাকে থামানোর সংকেত দিলে সিএনজিটি র্যাবের চেকপোস্ট এর সামনে থামিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে আসামি ১। নুরুল আফছার (৪৮), পিতা- মৃত শামসুল হক, স্থায়ী ঠিকানা সাং- ফকিরটিলা পূর্ব খুরশিয়া, ০৭নং ওয়ার্ড, ফদুয়া ইউপি, থানা- রাঙ্গুনিয়া, ২। মোঃ তারেকুল ইসলাম (২৮), ড্রাইভার, পিতা- মৃত তৌহিদুল ইসলাম, স্থায়ী ঠিকানা সাং- বাঁশবাড়িয়া (বালিয়াকান্দি বাজারের পাশে), থানা- মোকসেদপুর, জেলা- গোপালগঞ্জ, এ/পি- কুলাপাড়া (দেয়ানত খান চৌধুরির বাড়ির পাশে), চেয়ারম্যান কলোনী, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগরীদের আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে সিএনজির পিছনের আসনের খালি জায়গায় ৩ (তিন) টি ছাপা কাপড়ের বড় ব্যাগের ভিতর হতে ৩৩ কেজি গাঁজা এবং ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত সিএনজিটি (চট্টগ্রাম-থ-১৪-২৮৬৭) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৫ লক্ষ টাকা বলে জানাই।
উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করে কোট হাজতে পাঠানো হয় বরে র্মর্যাবের মিডিয়া অফিসার নূরুল আবছার সহকারী পরিচালক সংবাদ মাধ্যম কে জানান।