পটিয়ার সাংসদ হুপের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন

দক্ষিন জেলা ও পটিয়া প্রতিনিধিঃ১৬জুন
 জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ, চট্টগ্রাম-১২,পটিয়ার সাংসদ  সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার ওপরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে পটিয়া উপজেলা, পৌরসভা ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগ  গতকাল মঙ্গলবার (১৫জুন) পটিয়া থানার মোড়ে  বিশাল প্রতিবাদ সভা, মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে  দিয়ে বলেন ,পটিয়ার জনগণের অবিসংবাদিত নেতা সামশুল হক চৌধুরীর এমপি বিরুদ্ধে ষড়যন্ত্র সফল হবেনা বরং চক্রান্তকারীরা ইতিহাসের  আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

সমাবেশে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আঃলীগের সভাপতি আ.ক,ম সামশুজ্জান চৌধুরী সাঃসম্পাদক  অধ্যাপক হারুনুর রশিদ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, আঃ লীগ নেতা বিজন চক্রবর্তী, আব্দুল খালেক, পটিয়া পৌরসভা আঃ সভাপতি আলমগীর আলম, সাঃসম্পাদক এম, এন নাছির, পৌর কাউন্সিলর গোফরান রানা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এজাজ চৌঃ, যুবলীগের আহবায়ক হাসানুল্লাহ চৌ, দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক,ইকবালুর রহমান ওপেল,কোরবান আলী,মুরশেদুল আলম অভি,আবুতৈয়ব সোহেল,নেজাম উদ্দিন নিজাম,মহিউদ্দিন,নাজমুল সাকের ছিদ্দিকী  প্রমূখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন সম্প্রতি কতিপয় কিছু গণমাধ্যমে   সামশুল হক চৌধুরী(এমপি)র বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও মনগড়া সংবাদ পরিবেশন করে তার সুনাম, সুখ্যাতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে যা কোনদিনই সফল হবে না। তারা আরো বলেন,বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্টওয়েস্ট মিডিয়া সেল পরিচালিত গণমাধ্যম সম্প্রতি হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপির বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মিথ্যা, বানোয়াট ও দুরভিসন্ধিমূলক খবর প্রচার করছে।

নেতৃবৃন্দ বলেন, যখনই পটিয়া উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে তখনই একটি স্বার্থন্বেষী মহল পটিয়ার উন্নয়ন ও অগ্রগতির রূপকার জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি ও আ’লীগের মূলধারার নেতাকর্মীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। পটিয়ার উন্নয়নকামী জনগণ তাদের এ ষড়যন্ত্র ও উস্কানী কিছুতেই সফল হতে দেবে না।

দেশের বিভিন্ন স্থানে এ নিয়ে তীব্র প্রতিবাদ হচ্ছে বেশ কিছু দিন ধরে।  এই গ্রুপের সাথে পটিয়া পৌরসভার ২/১ জন আওয়ামী লীগ নেতা হাত মিলিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত বলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।