বাবুল হোসেন বাবলাঃ২০জুন
বন্দরের ৩৬নং গোসাাইলডাঙ্গা-নিমতলা ওয়ার্ড কে স্থায়ী ভাবে জলাবদ্ধতা মুক্ত করতে কাউন্সিলর হাজী মোঃমোরশেদ আলী নিজেই গতকাল শুক্রবার ও (শনিবার,১৯জুন) সকাল থেকে সরজমিনে উপস্থিত থেকে খাল ,নালা ও ড্রেনের ময়লা- আবর্জনা অপসারণ শুরু করেছে ।
দুটি টিম কে ভাগ করে প্রায় ৪০-৪৫ জন স্থায়ী-অস্থায়ী সেবক দিয়ে এই কার্যক্রম চলছে বলে নব-নির্বাচিত কাউন্সিলর হাজী মোঃমোরশেদ আলী সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
ওয়ার্ড’র প্রধান খাল(নাছির খাল), মহেষ খাল আংশিক এবং অন্যান্য খাল-নালা, ড্রেন গুলো গত২/৩দিন যাবত নিজস্ব তহবিল গঠন করে পর্যায় ক্রমে সংস্কার সহ দীর্ঘদিনের স্তুপকৃত ময়লা-আবর্জনা অপসারণ শুরু করেছেন।
এর ফলে এলাকাবাসীর সাময়িক সমস্যা হলেও উন্নয়ন কাজে সকলের সর্বাত্মক সহায়তা দিয়ে ৩৬নং গোসাাইলডাঙ্গা-নিমতলা ওয়ার্ড কে স্থায়ী ভাবে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে নিরালস কাজে করে যাবার ঘোষনা দিয়েছেন এই তরুণ কাউন্সিলর।
তিনি আরো জানাই, সরকারের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ঘোষনা মতে ওয়ার্ড’র পতিত-খালি জায়গায় বৃক্ষ রোপন করে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিশেষ অবদান সহ যেন এলাকার পরিবেশ দূষণরোধ করা এবং নিয়মিত মশার ঔষধ ছিটানো কার্যক্রম অব্যাহেত থাকবে।
আর এলাকার স্থায়ী-অস্থায়ী জনসাধানের সুবিধার্থে জাতীয় সনদপত্র, ওয়ারিশ সনদ, প্রত্যায়ণ পত্র এবং জন্ম নিবন্ধন সনদ গ্রহণে বৈধ কাগজ পত্র দিয়ে সহজভাবে সেবা প্রদানে ওয়ার্ড’র সচিব সহ নেতা-কর্মীদের দৃঢ় ভাবে বলে দিয়েছেন বলে সংবাদ মাধ্যমে জানান।
এই কাজে সকল নাগরিকের সার্বিক পরামর্শ ও সহায়তা কামনা করেছেন কাউন্সিলর হাজী মোরশেদ আলী।
Discussion about this post