ডেস্ক বার্তাঃ২০
স্বর্ণালী জীবন-সাফল্যময় কামনায়ে রূপ-গুণ জরুরী বলে আমরা সবাই জানি।
কিন্তু ইদানিং প্রজন্মরা এই অপ্রিয় সত্যটি মানতে চাই না।তাই তো দেশ-সমাজে প্রতিনিয়তই ঘটছে নানা অঘটন,নান বিপত্তী।
এর থেকে পরিত্রান পেতে চাইলে মহান সৃষ্টি কর্তা ও আত্ম কর্মের প্রতি পূর্ণ-আস্তা ও বিশ্বাস স্থাপন করতে হবেই।
অন্যতাই-যা হবার তাই হচ্ছে, হবে। ছবির মানুষ টিকে উদ্দেশ্য করে নহে-পৃথিবীর সকল মানব কে এই সত্য কথাটি জানানো মানবিক লেরাকের উচিত।
Discussion about this post