নিজস্ব প্রতিবেদকঃ২০জুন
দল পর পর তিনবার ক্ষমতায় থাকায় নেতাকর্মীদের মাঝে একটা আয়েশী ভাব চলে আসে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারনে আমরা এমনটা মনে করছি। আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজ রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এই কথা বলেছেন, আওয়ামীলীগের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও অনেক ইউনিটে ১৫/২০ বছর সম্মেলন হচ্ছে না।
এ কারণে অনেক ত্যাগী নেতাকর্মীর মূল্যায়ন হচ্ছে না।যদি সংগঠনের নিয়ম অনুযায়ী সম্মেলন হত তাহলে অনেক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হত।২০ জুন রোববার, চট্টগ্রামের নির্বাচিত সংসদ সদস্য ও স্ব স্ব নির্বাচনী এলাকার ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তিনি প্রত্যেক এমপিদের নগর আওয়ামীলীগের সাথে পরামর্শ করে কাজ করার আহবান জানান এবং দেশের উন্নয়ন কর্মকান্ডে দলের নেতাকর্মীদের সম্পৃক্ত করার নির্দেশনা দেন। ২০ জুন সকাল দশটায় সার্কিট হাউজে প্রথমে চট্টগ্রামের নির্বাচনী এলাকা-৪ (সীতাকুণ্ড), ৮(চান্দগাঁও-বোয়ালখালী) ও ৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য ও স্থানীয় ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে বৈঠক করেন।
তিনি প্রথমে সীতাকুণ্ড এর পর ৭ (ডবলমুরিং-হালিশহর-খুলশী) আসনের সংসদ সদস্য ডা. আফসারুল আমিন এবং ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে রুদ্ধতার বৈঠক করেন।
এর পর বেলা সাড়ে চারটায় চট্টগ্রাম নির্বাচনী এলাকা ৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মহিবুল হাসান নওফেল ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকদের নিয়ে এবং সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম নির্বাচনী ১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে।
এক বছরের মধ্যে সকল ইউনিট, থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটি: এদিকে আগামী এক বছরের মধ্যে চট্টগ্রামের সকল ইউনিট, থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিট করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাহেদ আল মাহমুদ স্বপন এমপি।
তিনি বলেন, আমি চট্টগ্রাম বিভাগের নতুন দায়িত্ব পেয়েছি।আমি একেক দিন একেক আসনের এমপিদের সাথে বসব।তৃণমূলের সাথে এমপিদের যে দূরত্ব সেটা কমাবো।এবং সেটাই হবে।দল সবার চেয়ে বড়, এমপিরা দলের সৃষ্টি।এমপিরা দলের উপরে নয়।সবার উপরে দল।সুতরাং দলকে ভালবেসে রাজনীতি করতে হবে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাহেদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রিয় আওয়ামীলীগের র্অথ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান , শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ।
দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন এমপি, দিদারুল আলম এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নগর আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাঃ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আঃলীগের সাঃ সম্পাদক মফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিঠির সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী রোটন,মাহমুদ সালাউদ্দিন সেলু,ফারহান আহমদ, শাহাজাদা মহিউদ্দিন,প্রদীপ দাশ প্রমুখ।
Discussion about this post