নিজস্ব প্রতিনিধিঃ২১জুন,চট্টগ্রাম
নগরীর বাকলিয়া থানাধীন কর্ণফুলী নদীর তীরবর্তি শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় ফলের দোকানে আগুন লেগে ২৫টি দোকান ঘর পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
সোমবার (২১ জুন) সকাল সাড়ে ৭টা দিকে সরজমিনে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা টি দেখে বুঝা গেছে কোন একটি গ্যাসের চুলা থেকে এই ঘটনা গঠতে পারে।আগুনে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, ভ্যানের ওপর ফল রেখে উপরে টিনের ছাউনি দেওয়া ছিল দোকানগুলোতে। এরকম ২৫টি ঘর আগুনে পুড়ে গেছে। ঘরগুলোতে ফল রেখে বিক্রি করা হতো।
বেশিরভাগ দোকানেই আমের ব্যবসা করা হতো।তবে কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।