আজ চট্টগ্রামে করোনায় ৪জনের মৃত্যু হয়েছে ঃ আক্রান্ত ১৯০ জন

নিজস্ব প্রতিবেদনঃ২১জুন

 গত ২৪ ঘণ্টায় ৯৯২ জনের নমুনা পরীক্ষায় ১৯০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর ১২৮ ও উপজেলার ৬২ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৬ হাজার ১৭১ জনে।

(২১ জুন,সোমবার   চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এসময় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬১ জনে।  নতুন করে শনাক্ত হয়েছে আরো১৯০জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ছয়জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে চারজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।