নিজস্ব প্রতিবেদকঃ২১জুন
নগরীতে কোটিপতি চোর মোঃ ইমন (৩২) কে রিমান্ডে পুলিশের ব্যাপাক জিজ্ঞাসাবাদে গত ১৯ জুন মালামাল চুরি করার কথা স্বীকার করে এবং উক্ত চোরাই স্বর্ণ কোতোয়ালী থানাধীন হাজারী গলিস্থ খাজা জুয়েলার্স নামক দোকানে মোঃ আলী হাসান @ শাওন (২৩) এর নিকট বিক্রয় করেছে বলে জানায়।
গত ১৯জুন ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বর্ণ, নগদ টাকা সহ আরো বিভিন্ন তার দেওয়া তথ্যের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শনি বার বেলা আড়াই র সময় কোতোয়ালী থানাধীন হাজারী গলিস্থ খাজা জুয়েলার্স নামক দোকানে অভিযান পরিচালনা করে ৯ ভরি চোরাই স্বর্ণের বার সহ মোঃ আলী হাসান @ শাওন (২৩) কে গ্রেফতার করেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, গ্রেফতারকৃত মোঃ আলী হাসান (প্রকাশ শাওন -২৩) কে জিজ্ঞাসাবাদে সে রিমান্ডে থাকা মোঃ ইমন (৩২) এর কাছ থেকে ৯ ভরি স্বর্ণ সহ বেশ কয়েকবার চোরাই স্বর্ণ ক্রয় করেছে বলে জানায়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ঠিকানা-১। মোঃ আলী হাসান @ শাওন (২৩), পিতা-মৃত বাদশা মেম্বার, সাং-সৈয়দ নগর, বাদশা মেম্বারের বাড়ী, চট্টগ্রাম বোয়ালখালীএলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে
Discussion about this post