দেশের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিতঃ ডা. শাহাদাৎ হোসেন

প্রেস বিজ্ঞপ্তীঃ২১জুন

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকারের নির্যাতন নিপীড়ন দলের নেতাকর্মীরা নিষ্পেষিত।    বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, নির্যাতন -নিপীড়ন চালিয়ে যাচ্ছে। দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। মানুষের বাক স্বাধীনতা বলতে কিছুই নেই। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই মামলা।  বিএনপি’র অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। কোন পরিবার পিতা হারিয়েছে তার পুত্রকে, পুত্র হারিয়েছে তার পিতাকে, স্ত্রী হারিয়েছে তার প্রিয়তম স্বামীকে। দেশের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। প্রত্যেক ক্ষেত্রে চলছে দুর্নীতি দুঃশাসন।

তিনি (১৯ জুন) শনিবার কারাবন্দি নগর যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোশারফ হোসেনের পরিবারকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

ড. শাহাদাত দুপুরে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ২নং ইউনিটের সাধারণ সম্পাদক ইয়াকুবের বাসায় যান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও তিনি বিকালে ১৩ নং ওয়ার্ড খুলশীতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ নুরুল আলমের মায়ের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাসায় যান। পরে আকবরশাহ থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হেলাল এর পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে তার বাসায় যান তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সন্ধ্যায় ২৪নং উত্তর আগ্রাবাদ হাজীপাড়া বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানাতে মরহুমের বাসায় যান এবং তার মাগফেরাতের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। পরে সন্ত্রাসী কর্তৃক নিহত চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কারানির্যাতিত নেতা মীর সাদেক অভি এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করতে উত্তর আগ্রাবাদস্থ মীরবাড়ী কবরস্থানে যান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম,বিএনপি নেতা মোঃসেকান্দর, মোঃ ইকবাল হোসেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুর জাহিদ মাস্টার, এসএম ফরিদুল আলম, সাধারণ সম্পাদক এস এম আজাদ, নগর তাঁতী দলের সভাপতি মনিরুজ্জামান টিটু, নগর যুবদলের সহ-সভাপতি মিয়া মোঃ হারুন, আব্দুল গফুর বাবুল, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহীদুল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নগর যুবদল নেতা আসাদুর রহমান টিপুসহ প্রথম নেতৃবৃন্দ